বিআরটিএ হতে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করা হয় না। অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করে থাকে। এতদসংক্রান্ত বিস্তারিত তথ্যে জন্য অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ, ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭ (ফোন: ৯৩৬১০৫৪, ৯৩৪১৩৪২, মোবাইল: ০১৭১১-৮১৯৯৫৮, ০১৬১১-৮১৯৯৫৯, ০১৯৭৯-২৯৯৭৮৬) -এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মিরপুরস্থ ঢাকা মেট্টো সার্কেল-১ (বাংলাদেশ সচিবালয়সহ), ইকুরিয়াস্থ ঢাকা মেট্টো সার্কেল-২, উত্তরা দিয়াবাড়িস্থ ঢাকা মেট্টো সার্কেল-৩ এবং ঢাকা জেলা সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুণঃ
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুণ।